• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

বিএনপির পোলিং এজেন্টকে খুঁজে পাইনি: মাহবুব তালুকদার

সাংবাদিকের নাম / ৫৯ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ রাজধানীর মগবাজার ইস্পাহানি বালিকা উচ্চ বিদ্যালয়ে অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় পরিবারের সদস্যদের নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোটপ্রদান শেষে বিরোধী দলের কোন পোলিং এজেন্ট দেখতে না পাওয়ার দাবি করেছেন তিনি।

তিনি বলেন, বিএনপির কোন পোলিং এজেন্টকে তিনি খুঁজে পাননি। তাই, তাদেরকে বের করে দেয়া হয়েছে এমন অভিযোগের কোন প্রমাণ তিনি দেখেন নি। তবে, অনেক অভিযোগ যেহেতু আসছে, সত্যতা থাকতেই পারে।

তিনি বলেন, সাংবাদিকদের কাছ থেকেই আমি জানতে পেরেছি, বিরোধী পক্ষের পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে।

এ সময় নির্বাচন স্বচ্ছ হচ্ছে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি স্বচ্ছ শব্দটার বানান জানি, অর্থও জানি। কিন্তু এই নির্বাচনে তার ব্যাপকতা এবং প্রয়োগ নিয়ে কোন মন্তব্য নেই।’


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.