নিউজ ডেস্কঃ আসন্ন উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের বিরুদ্ধে হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে তার প্রার্থিতা বাতিলের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৭ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি পর্যবেক্ষণসহ খারিজ করে দেন।
আদালত আদেশে বলেছেন, তথ্য গোপনের পক্ষে রিটকারী যে নথিপত্র দিয়েছেন তার সত্যতা যাচাই করা নির্বাচনের এ পর্যায়ে সম্ভব নয়। এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের এ দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
আদালত আদেশে বলেন, তাবিথ আওয়াল নির্বাচনে বিজয়ী হলে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের যে কেউ হলফনামায় তথ্যগোপনের বিরুদ্ধে প্রতিকার চাইতে পারবেন।
রোববার (২৬ জানুয়ারি) রিট আবেদনটি দায়ের করেছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।