আগেই জানা তিন জাতি টি-টোয়েন্টি সিরিজ শেষ হতে না হতেই ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন সাকিব আল হাসান। সেখানে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সে লক্ষ্যে আজ সন্ধ্যায় রাজধানী ঢাকা ছাড়ছেন সাকিব। তার ঘনিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে বার্বাডোজের উদ্দেশ্যে যাত্রা করছেন তিনি।
নেপালি স্পিনার সন্দিপ লামিচানের পরিবর্তে বার্বাডোজ ট্রাইডেন্টসে খেলবেন সাকিব। এই দলে ইংলিশ তারকা অ্যালেক্স হেলস, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার এবং পাকিস্তানের ওয়াহাব রিয়াজের মত ক্রিকেটারও আছেন।
এদিকে সাকিব আল হাসানের সাথে সিপিএল খেলতে আরও একজন যাচ্ছেন। তিনি লিটন দাস। তিনি খেলবেন জ্যামাইকা টালাওয়াহসের হয়ে। ওই দলে রয়েছেন টি-টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিস গেইল, আন্দ্রে রাসেল এবং রভম্যান পাওয়েলের মত তারকারা।