নিউজ ডেস্কঃ মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) অন্তর্বর্তী আদেশ ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
এ রায়ে মানবতার জয় হয়েছে। এ আদেশকে ‘রোহিঙ্গা, মানবতা, গাম্বিয়া এবং বাংলাদেশের বিজয়’ বলে অভিহিত করেছেন তিনি।
নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে আইসিজে’র আদেশের পর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে ইকুয়েডর থেকে পাঠানো এক ভিডিও বার্তায় ড. মোমেন এ কথা বলেন। আইসিজের আদেশে মিয়ানমারকে রোহিঙ্গা হত্যা বন্ধ এবং গণহত্যার প্রচেষ্টা বা ষড়যন্ত্র না করার জন্য বলা হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা মানবতার বিজয় এবং সারাবিশ্বের মানবাধিকার কর্মীদের জন্য একটি মাইলফলক। এটা গাম্বিয়ার বিজয়, ওআইসির বিজয়, রোহিঙ্গাদের বিজয় এবং অবশ্যই বাংলাদেশের বিজয়। স্রষ্টা মানবতা এবং মানবতার জননী শেখ হাসিনার কল্যাণ করুন।
আবদুল মোমেন আরও বলেন, এ রায়ের ফলে মিয়ানমারের শুভ বুদ্ধির উদয় হবে আশা করি। এবং তারা বারবার আমাদের যে অঙ্গীকার করেছে, যে তারা তাদের লোকদের নিয়ে যাবে, তাদের নিরাপত্তা দেবে, সেই অঙ্গীকার তারা পূরণ করবে। এই রায়ে রোহিঙ্গাদের জয় হয়েছে।