• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

৩ লাখ বেকারকে চাকরি দিতে পারবে সরকার

সাংবাদিকের নাম / ৮১ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ সরকার চাইলে তিন লাখ বেকারকে সরকারি চাকরি দিতে পারবে। বর্তমানে দেশে সরকারির ৩ লাখ ১৩ হাজার ৮৪৮টি পদ খালি রয়েছে।

তবে সরকারি চাকরিতে নিয়োগ চলমান প্রক্রিয়া বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রোববার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদে জাতীয় পার্টির মুজিবুল হকের প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন এই তথ্য জানান।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে ফরহাদ হোসেন জানান, ৩৭তম ও ৩৯তম বিসিএস এর মাধ্যমে গত বছর পাঁচ হাজার ৮৫৯ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া ৪০তম বিসিএস এর মাধ্যমে এক হাজার ৯১৯ জন ক্যাডার পদে নিয়োগের প্রক্রিয়া চলছে।

গত বছর (০১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০১৯) বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৮৮ হাজার ১২৩টি পদ সৃষ্টি করা হয়েছে।

বর্তমানে দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা ১২ লাখ ১৭ হাজার ৬২ জন বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.