নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় আধুনিক সদর হাসপাতাল চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম। এসময় অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারি, নার্সসহ অনেকে উপস্থিত ছিলেন।
জেলায় এবার ১৩শ ৯৫টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২১ হাজার ৬শ ৫৮ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ১লাখ ৮৫ হাজার ৬শ ৭৮ জনকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।