• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

তুরাগ তীরে জুমার নামাজে লাখো মুসল্লির ঢল

সাংবাদিকের নাম / ৭৩ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ বিশ্ব ইজতেমার প্রথম দিনে টঙ্গীর তুরাগ তীরে জুমার নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। চেয়েছেন পাপ থেকে মুক্তি, ইহকাল ও পরকালের কল্যাণ। এদিকে গাজীপুরের মেয়র জানিয়েছেন, ইজতেমা নির্বিঘ্ন করতে এবং মুসল্লিদের সুবিধার জন্য, সব ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

বিশ্ব ইজতেমার মূল ময়দান ছাড়িয়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় লাখো মুসল্লির অবস্থান। পবিত্র জুমার দিনে স্রষ্টার কাছে নিজেকে সপে দেন ধর্মপ্রাণ মানুষ।

শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজ আদায় করতে ইজতেমার মুসল্লিদের সঙ্গে যোগ দেন বহু মানুষ। বেলা ১২টার পর থেকেই ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকেন তারা। উদ্দেশ্য বড় জামাতে নামাজ আদায়।

ইজতেমায় আগত মুসল্লিদের আশা, মোচন হবে অতীতের সব পাপ, সামনের দিনগুলো সঠিক পথে চলার তৌফিক দেবেন আল্লাহ রব্বুল আলামামিন।

এদিকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম জানান, ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

আগামী রোববার (১২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর ১৭ জানুয়ারি শুরু হবে সা’দ অনুসারীদের নিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমা।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.