• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

স্পেনে বাংলাদেশ ক্রিকেট ক্লাব বার্সেলোনা কে ক্রিড়া সামগ্রী প্রদান।

সাংবাদিকের নাম / ১৭১ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০

জাকির হোসেন সুমন , ব্যুরো চীফ ইউরোপ : স্পেন বাংলা চেম্বার অব কমার্সের সভাপতি ও কাসা কুইনার স্বত্বাধিকারী রাসেল হাওলাদার বাংলাদেশ ক্রিকেট ক্লাব বার্সেলোনাকে আনুষ্ঠানিকভাবে পুরো মৌসুমের ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন । বাংলাদেশ ক্রিকেট ক্লাব বার্সেলোনাকে স্হানীয় মধুর ক্যান্টিন রেষ্টুরেন্টে এক আনন্দঘন পরিবেশে পুরো মৌসুমের ক্রিড়া সামগ্রী হস্তান্তর করেন। সিনিয়র সহ সভাপতি এ আর লিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিংস ক্রিকেট ক্লাব এর সভাপতি আশরাফ হোসেন মাসুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাসা কুইনার স্বত্ত্বাধিকারী স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স এর সভাপতি রাসেল হাওলাদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল বাসিত,রফিক উদ্দিন, লুৎফর রহমান সুমন, সেলিম আহমদ লালন,রিয়াদ হাওলাদার, অন্যান্যদের মধ্যে উপস্থিত উপস্থিত ছিলেন বয়েজ অব বার্সেলোনার সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন ,জুয়েল আহমদ, সালাউদ্দিন,আয়নূল, রজন আহমদ,মারুফ আহমদ,আমির হোসেন আমু,মোহন আহমেদ, রুহুল আমিন,জোবেদ আহমদ, রাজা পাকিস্তানি সহ রাজনৈতিক সামাজিক ও সাংবাদিক ব্যক্তিবর্গ। অনুষ্টানে বক্তারা সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন মননশীল কাজকর্ম সহ খেলাধুলায় উৎসাহ প্রদানের মধ্য দিয়ে সমাজ সংস্কার ও পূনর্গঠন সম্ভব।সবাই একবাক্যে উদিয়মান প্রথিতযশা ব্যবসায়ী রাসেল হাওলাদারের ভূয়সী প্রশংসা করেন। প্রধান অতিথি রাসেল হাওলাদার বলেন، যুবকরাই দেশের মূল চালিকা শক্তি, সামাজিক উন্নয়ন, খেলাধুলা সহ দেশের স্বার্থে এদের পাশে থাকা মানবিক ও সামাজিক কর্তব্য বলে মনে করি তাই সহযোগিতার হাত এদের জন্য রেখে দিলাম। পরিশেষে কিংস ক্রিকেট ক্লাব এর সভাপতি তার সমাপনি বক্তব্যে রাসেল হাওলাদারের উৎসাহ মূলক মূল্যবান উপহার প্রদানে কৃতজ্ঞতা প্রকাশ সহ সামাজিক রাজনৈতিক, সাংবাদিক ব্যক্তিবর্গ সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.