• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

আইটি পণ্য নিয়ে বিশ্ববাজারে জায়গা নিতে হবে: প্রধানমন্ত্রী

সাংবাদিকের নাম / ৮১ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ বিনিয়োগবান্ধব নীতিমালার সুযোগে বাংলাদেশে ব্যবসার প্রসারে বিদেশি কোম্পানিগুলোকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখন সময় অর্থনৈতিক কূটনীতি পরিচালনার।

বুধবার (০১ জনুয়ারি) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, ব্যবসা করতে নয়, ব্যবসায়ীদের সুবিধা দিতেই ক্ষমতায় বসেছে তার সরকার।

দেশীয় পণ্যের ব্র্যান্ডিং-এর পাশাপাশি বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে প্রতি বছরের মতো এবারো শুরু হলো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা৷

বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর এই যৌথ আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনীতিতে যখন প্রবৃদ্ধির হার নিম্নমুখী, তখন বাংলাদেশে প্রতিবছরই ঊর্ধ্বমূখী এই হার। রপ্তানি বাজার সম্প্রসারণে এখন প্রয়োজন অর্থনৈতিক কূটনীতির।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ক্রয় ক্ষমতা আগে বাড়াতে হবে। সেই সঙ্গে রপ্তানিটা অধিক জায়গায় করতে চাই। এখন কূটনীতি হয়ে গেছে অর্থনৈতিক কূটনীতি। এখন আর শুধু রাজনীতি দেখলে হবে না। কাজেই ব্যবসা বাণিজ্য কিভাবে সম্প্রসারণ করা যায়, এবং নতুন নতুন পণ্য যেন রপ্তানির যেন করতে পারি সেই বিষয়ে দৃষ্টি দিতে নির্দেশনা দিয়েছি। 


আগামী বছর থেকে শেরে বাংলা নগরের এই মেলা পূর্বাচলে বসবে জানিয়ে সরকারপ্রধান বলেন, আইটি পণ্য নিয়ে ভবিষ্যতে বিশ্ববাজারে জায়গা করে নিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, যতো বেশি ডিজিটাল ডিভাইস উৎপাদন ও রপ্তানি করতে পারবো, সেটা আমাদের অর্থনীতিতে আরও অবদান রাখবে। এবং আইসিটি সেক্টর ভবিষ্যতে অনেক বড় একটি সেক্টর হবে। আর এই পণ্য রপ্তানি করে আমরা ভবিষ্যতে বিশাল অঙ্কের অর্থ উপার্জন করতে সক্ষম হবো। আগামী বছর থেকে পূর্বাচলের বাণিজ্য মেলা করতে পারবো।  

লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যকে বর্ষসেরা ঘোষণা দিয়ে, শেখ হাসিনা বলেন, ব্যবসা করতে নয়- ব্যবসায়ীদের সেবা দিতে কাজ করে যাচ্ছে তার সরকার।

শেখ হাসিনা বলেন, বিনিয়োগ এবং সোর্নিংয়ের জন্য বাংলাদেশকে যেন সবাই বেছে নেন। 

পরে, শেরেবাংলা নগরে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে মাসব্যাপী বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷ ঘুরে দেখেন মেলা প্রাঙ্গণ।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.