• বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

বিজয় দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাংবাদিকের নাম / ১৪২ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২০

জাকির হোসেন সুমন : বিজয়ের আনন্দে উল্লাসিত হয়ে বিজয়ের মাসে মহান বিজয় দিবস পালন করেন ইতালীর গরিঝিয়া মনফালকোনে আওয়ামীলীগ । মনফালকোনে যুব সমাজের সহযোগিতায় গরিঝিয়া মনফালকোনে আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর সরকার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুরুল আমিন হাওলাদার এর পরিচালনায় একটি হল রুমে আয়োজিত আলোচনা সভার শুরুতে বাংলাদেশী ও ইতালীয়ান জাতীয় সঙ্গীত পরিবেশনা শেষে পবিএ কোরআন তিলাওয়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় ।

বিজয়ের মাসে মনফালকোনে কমুনের ৪ জন প্রতিনিধি উপস্থিত থেকে উপস্থিত নেতা কর্মী দের লাল সবুজ রং এর মাফলার পরিয়ে দেন। সে সময় মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্বরনে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন উপস্থিত সকলে। উপস্থিত নেতা কর্মী রা মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদের মাগফিরাত কামনা ও পাকিস্তানের সাথে যুদ্ধ করে দীর্ঘ ৯ ( নয়) মাসে বিজয় ছিনিয়ে এনে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন । সে সময় বক্তব্য রাখেন গরিঝিয়া মনফালকোনে আওয়ামীলীগ এর সিনিয়র সহ সভাপতি মাসুদ পারভেজ , যুগ্ম সাধারণ সম্পাদক আকবর পাপন , তৌফিকুল ইসলাম , সদস্য সাংগঠনিক সম্পাদক জামাল খান , ক্রিড়া সম্পাদক ইসমাঈল হোসেন , কোষাধ্যক্ষ বাকির মিয়া , শ্রম বিষয়ক সম্পাদক খলিল মিয়া , কৃষি বিষয়ক সম্পাদক রইস মিয়া , তথ্য ও গবেষণা সম্পাদক কবির হোসেন , সহ ক্রিড়া সম্পাদক ওমর খৈয়াম পাঠান , স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আশরাফুল আলম জুয়েল , সদস্য বশির আহমেদ , ভেনিস আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম হাওলাদার , বেলায়েত মেম্বার , সুজন রাজপুত , সোহেল রানা , রুহুল আমিন হাওলাদার , ইয়াকুব প্রধান , ওসমান গনি , স্বপন মিয়া , ফারুক চৌধুরী , লিয়াকত আলী , কামরুল হাছান , সহ অন্যান্ন নেতৃবৃন্দ । আলোচনা সভায় ভিডিও কন্ফারেন্সে বক্তব্য রাখেন ইউরোপ আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম , ইতালী আওয়ামীলীগ এর সভাপতি ইদ্রিস ফরাজি ও সাধারন সম্পাদক হাসান ইকবাল । আলোচনা শেষে তৌহিদুল ইসলাম ও মারুফ পারভেজ এর পরিচালনায় হল ভর্তী দর্শক দের মাতিয়ে সঙ্গীত পরিবেশন করেন লন্ডন হতে আগত শিল্পী শামস তামানা , নুরজাহান , ইতালীর সাকিব , সোহেল , ও নাতালিয়া ডান্স গ্রপ।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.