জাকির হোসেন সুমন : ইচ্ছে আলো ২০১৮ সালের ২৫ ডিসেম্বরে ঢাকার অদূরে ধামরাই‘য়ে যাত্রা শুরু করে। কিছু স্বপ্নবাজ তরুনের ইচ্ছে শক্তিকে পুজিঁ করে সমাজের অসহায়, অবহেলিত মানুষের জীবনের আলো জ্বালিয়ে চলছে সামাজিক এই সংগঠন ‘ইচ্ছে আলো’। ‘ইচ্ছে আলো’র ১ম বর্ষপূর্তি উপলক্ষে ২৮ ডিসেম্বর, শনিবার ধামরাই উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আয়োজন। আয়োজনের প্রথম পর্বে ব্যাগ এন্ড ব্যাগেজ প্রজেক্ট উদ্ভোধন করেন প্রধান অতিথি ধামরাই উপজেলা নির্বাহী অফিসার সামিউল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ডাঃ নন্দলাল সূত্রধর, ইমরান হোসেন, আদনান হোসেন উপস্থিত ছিলেন।
এসময় ব্যগ এন্ড ব্যগেজ প্রজেক্ট এ ১০জন সুবিধাবঞ্চিত শিশুকে ব্যগ গুছিয়ে দেয়া হয়। ‘ইচ্ছে আলো’র বর্ষপূর্তির দ্বিতীয় পর্বে কেক কেঁটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের এই তরুন প্রজন্ম ইচ্ছে পূরণের মধ্যদিয়ে আলোকিত যে সমাজ গঠনে অবদান রাখছে তা অবশ্যই প্রশংসনীয়। এভাবে তরুনরা এগিয়ে আসলে সমাজের প্রতিটি স্তরে উন্নয়ন সম্ভব। ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন ‘ইচ্ছে আলো’র সকল কাজে আন্তরিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ইচ্ছে আলো‘র জাহিদ হাসানের সভাপতিত্বে ও ফাতিমা তুজ জোহরা সাদিয়ার সঞ্চালনায় মশিউজ্জামান দীপ, আব্দুল কায়্যুম, ইমরান হোসেন, আদনান হোসেন আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়। এসময় অঙ্কুরের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়। পরে ‘ইচ্ছে আলো’র এক বছরের উল্লেখযোগ্য কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।