• বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

এনআরসি ইস্যুতে বাংলাদেশে অনুপ্রবেশ করলে ফেরত পাঠানো হবে: পররাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকের নাম / ৮৯ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্কঃ এনআরসি ইস্যুতে কেউ বাংলাদেশে অনুপ্রবেশ করলেও তাকে আইনি প্রক্রিয়া মেনেই ভারতে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে সিলেট নগর এক্সপ্রেস বাসসার্ভিস উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, ভারত সরকার আমাদের বার বার বলছে, তারা কাউকে জোর করে বাংলাদেশে পাঠাচ্ছে না। আর আমরা সেই পরিপ্রেক্ষিতে ভারত সরকারকে বলেছি, আমাদের যদি অবৈধ কেউ থাকে তাহলে আপনারা আমাদের জানান। আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে ওদের ফেরত নেয়ার। আমরা আমাদের প্রত্যেক নাগরিককে অবশ্যই নিয়ে আসবো।

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া মুসলিম ভিন্ন ছয় ধর্মের শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সুযোগ রাখা হয়েছে। সেই সঙ্গে কথিত বিদেশিদের চিহ্নিত করতে দেশজুড়ে এনআরসি করারও ঘোষণা দিয়েছে নয়া দিল্লি।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত এমন কিছু করবে না যাতে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। এমন প্রতিশ্রুতিই দিয়েছে নয়া দিল্লি।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.