জাকির হোসেন সুমন , ব্যুরো চীফ ইউরোপ : বিপুল উৎসাহ ও উদ্দীপনায় ইতালীর এেভিজো তে বিজয় দিবস পালিত হয়েছে । বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন এেভিজো ও বাংলাদেশ সমিতি র সহযোগিতায় এ সি বি টি বাংলা স্কুলে বিজয় দিবস পালন , চিএাঙ্কন , কবিতা আবৃতি, কৌতুক , সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করে। । বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালীর এেভিজো সিটি করপোরেশনের মেয়র মারিও কন্তে । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পোর্টস কাউন্সিলর কমুনে এেভিজো সিলভিয়া নিছে্ও , ও কাউন্সিলর আলেছান্ডো মানেরা ।
বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন এেভিজো র প্রধান উপদেষ্টা হাওলাদার আমিনুল ইসলাম পান্না র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনিরুজ্জামান তন্ময় এর পরিচালনায় শুরুতে পবিএ কোরআন তেলোয়াত ও দুই দেশের জাতীয় সংঙ্গীত পরিবেশন শেষে আলোচনা সভায় মুক্তিযুদ্ধের সময় শহীদদের ত্যাগ ও দেশ প্রেমে ভূমিকা ও বিজয় ছিনিয়ে আনার কথা তুলে ধরেন বক্তারা । সে সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন এেভিজো র সভাপতি ওবায়দুর রহমান রতন , বাংলাদেশ সমিতি র সাধারণ সম্পাদক মিজানুর রহমান । সে সময় আরো বক্ব্য রাখেন বাংলাদেশ সমিতি র প্রধান উপদেষ্টা আনোয়ার উল্ল্যা দুলাল , সম্পাদক খলিফা রাশেদ , বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন এেভিজো র সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান , সাংস্কৃতিক নাজমুল হক রাজা , ইসলাম আমিনুল , আবজাল হোসেন , আবদুল হাকিম , ওহিদুল ইসলাম , এম ডি লিটন , ভিপি বুলবুল খান , তানিয়া লিপি , কান্তা , কামরুন নাহার তুহিন , কামরুন , পান্না উল্ল্যা , দুলাল হোসেন , হামজা , তাহমিনা হক , লাইলি আক্তার , রিপন , শিকদার , মাষ্টার রিপন , আইযুব আলী , ঈসমাইল হোসেন , আজিজা খানম , সবুজ প্রমূখ । আলোচনা সভা শেষে প্রথম বারের মতো অস্থায়ী ভাবে নির্মিত সৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন আগত ইতালীয়ান অতিথি সহ বিভিন্ন সংগঠন ও বাংলাদেশী রা। পরিশেষে চিত্রাঙ্কন , আবৃত্তি , সঙ্গীত, নৃত্য ও পিঠা মেলায় অংশ গ্রহণ কারী বিজয়ীদের মাঝে পরস্কার বিতরন করা হয়।