নিউজ ডেস্কঃ গরিব ও অনাথ ঘরে জন্ম নিয়েছেন মম। অন্যদিকে এমবিবিএস পাস করে বের হয়েছেন ইমন। ঘটনাক্রমে মমর সঙ্গে দেখা হয় ইমনের। পরিচয় থেকে প্রেম। কিন্তু মমর আশ্রয়দানকারী মা তার নিজের মেয়ের বিয়ে ঠিক করেন ইমনের সঙ্গে। এ নিয়েই জটিল এক পরিস্থিতির সৃষ্টি হলে কৌশলে ইমনকে হত্যা করিয়ে মমকে আসামি বানানো হয়। এমনয় ঘটনায় দেখা যাবে ‘আগামীকাল’ সিনেমায়।
অঞ্জন আইচ পরিচালিত থ্রিলার ও প্রেমের গল্প নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে ‘আগামীকাল’। কেন্দ্রীয় তিনটি চরিত্রে অভিনয় করেছেন ইমন, মম ও টুটুল চৌধুরী। গল্প আবর্তিত হয়েছে এই তিন অভিনয়শিল্পীকে ঘিরে।
সিনেমাটি প্রসঙ্গে মম বলেন, ‘দীর্ঘদিন পর ভালো একটি চরিত্র পেয়েছি। থ্রিলারধর্মী গল্পের ত্রিভুজ প্রেমের বিষয়ে গল্প গড়ে ওঠেছে। সিনেমাটি মৌলিক গল্পে নির্মিত হয়েছে। আশাকরি দর্শকরা সিনেমাটি দেখে তৃপ্তি পাবেন।’
মম-ইমন ছাড়া এ সিনেমায় আরও অভিনয় করেছেন, আশীষ খন্দকার, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, তারিক স্বপন প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে মঞ্চ ইন্টারন্যাশনাল। সিনেমাটি আগামী বছরের মার্চে মুক্তি পাবে বলে জানান নির্মাতা।