নিউজ ডেস্ক: বাংলাদেশের কৃতী সন্তান আন্তর্জাতিক ব্যক্তিত্ব ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ার ইমেরিটাস স্যার ফজলে হাসান আবেদকে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।
রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিট থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।
সকাল ১০টা ২০ মিনিটের দিকে সাদা ফুলে ঘেরা লাশবাহী অ্যাম্বুলেন্সে আর্মি স্টেডিয়ামে পৌঁছালে প্রথমেই রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেজর আশিকুর রহমান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান উপসামরিক সচিব কর্নেল সাইফুল্লাহ পিএসসি।
তারপর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক, মাহবুব-উল আলম হানিফ, আব্দুর রহমান।
এরপর একে একে ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে প্রতিষ্ঠানটির উপ-উপাচার্য অধ্যাপক ড. তানিম, গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষে রিদওয়ানুল হক শ্রদ্ধা জানান। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেছেন জাতিসংঘের ঢাকা কার্যালয়, বিকাশ, জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা, কারিতাস, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফেডারেশন এনজিও অব বাংলাদেশ, বাংলা একাডেমি ও প্রশিকা।
শ্রদ্ধা-ভালোবাসায় ইতোমধ্যে ফুলে ফুলে ছেয়ে গেছে স্যার ফজলে হাসান আবেদের কফিন। একে একে বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন তাদের প্রিয় আবেদ স্যারকে।
সব শ্রেণি-পেশার লোকদের জন্য শ্রদ্ধা নিবেদন চলবে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। এরপর সেখানেই মরহুমের জানাজা সম্পন্ন হবে। জানাজা শেষে দুপুর ১টায় বনানী কবরস্থানে দাফন করা হবে সর্বজন শ্রদ্ধেয় এ ব্যক্তিত্বকে।
এর আগে, স্যার ফজলে হাসান আবেদ শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে ও তিন নাতি-নাতনি রেখে গেছেন।