নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের দিক নির্দেশনা না আসায় আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে জনগণ হতাশ হয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিএনপিকে কাউন্সিল করতে দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে জাতি সম্পূর্ণরূপে হতাশ হয়েছেন। জাতির একটা প্রত্যাশা ছিল হয়ত বা গণতন্ত্রের উত্তরণের একটা পথ দেখা যাবে। কিন্তু আওয়ামী লীগের সম্মেলনে সেই পথ তারা দেখতে পায়নি, দুর্ভাগ্যজনক হলেও সত্য, আওয়ামী লীগ তাদের যে অবস্থান একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছে।
ফখরুল আরো বলেন, আমরা আসলে প্রচণ্ড বৈরি প্রতিকূল পরিস্থিতির মধ্যে রাজনীতি করে যাচ্ছি। আমাদের যে রাজনীতি করার একটা স্পেস দরকার সেটা পাই না, আমাদের কাউন্সিল করতে দেয়া হয় না, তারপরও কাজ করে যাওয়া হচ্ছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে সংগঠনকে গুছিয়ে আনা হচ্ছে। যত দ্রুততার সঙ্গে এটা শেষ করা হবে এবং এরমধ্যেই কাউন্সিল অনুষ্ঠান করতে সক্ষম হবো।