নিউজ ডেস্ক: ১ রানের জন্য বিপিএলের সর্বাধিক রানের রেকর্ড স্পর্শ করতে পারলো না চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। চাদউইক ওয়ালটেনর ঝড়ে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করেছে তারা।
চলতি বছরের জানুয়ারি সবশেষ আসরে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ২৩৯ রান করেছিলো রংপুর রাইডার্স। এখন পর্যন্ত সেটিই বিপিএলের সর্বোচ্চ ইনিংসরে রেকর্ড।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানেই ওপেনার লিন্ডলে সিমন্সকে হারায় চট্টগ্রাম। তবে আরেক ওপেনার আভিশকা ফারনান্ডো ছিলেন বিস্ফোরক। ইমরুল কায়েসকে সঙ্গে নেয় তিনি দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। সৌম্য সরকারের শিকার হওয়ার আগে ২৭ বলে ৪৮ রানের বড় ইনিংস খেলে যান তিনি।
এদিনও সফল ছিলেন ইমরুল। ৪১ বলে ৬২ রানের দারুণ ইনিংসে দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে যান তিনি। তবে ইমরুল ফিরে যাওয়ার পর ৩ রানে নাসির বিদায় নিলে রানের চাকা গতি হারায়। শেষ দিকে অবশ্য সেটিও পুশিয়ে নেন চাদউইক ওয়ালটন এবং নুরুল হাসান। ৪০ বলে ৯৯ রানের জুটি গড়েন তারা।
স্কোর:
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২৩৮/৪ (২০)
লিন্ডলে সিমন্স ১০ (৭)
আভিশকা ফারনান্ডো ৪৮ (২৭)
ইমরুল কায়েস ৬২ (৪১)
চাদউইক ওয়ালটন ৭১* (২৭)
নাসির হোসেন ৩ (৩)
নুরুল হাসান ২৯* (১৫)
বোলার
মুজিব উর রহমান ৪-০-৩১-১
আল আমিন হোসেন ২-০-২৭-০
সুমন খান ৩-০-২৫-০
আবু হায়দার ২-০-৩৮-০
ডেভিড মালান ২-০-২৫-০
সৌম্য সরকার ৩-০-৪৪-২
দাসুন সানাকা ৪-০-৪৭-১