নিউজ ডেস্কঃ নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটির প্রথম প্রহরে অপরাজেয় ৭১এ শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিনটির কার্যক্রম। শুরুতে প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। পরে পর্যায়ক্রমে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান, জেলা আওয়মীলীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদ দীপক কুমার রায়, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার বদরুদ্দোজা বদর। এরপর রাজনৈতিক, সামাজিক ও পেশীজীবি সংগঠনের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মাঠে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। পরে প্রতিযোগীতায় অংশগ্রহনকারিদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
এছাড়া দিবসটি উপলক্ষে নানা আয়োজন চলে দিনব্যাপি।