নিউজ ডেস্কঃ পদ্মা সেতুতে বসলো সেতুর ১৮তম স্প্যান। মাঝনদীতে ১৭ ও ১৮ নম্বর পিলারের ওপর এ স্প্যান তোলা হয়েছে। দৃশ্যমান হলো ২ হাজার ৭শ মিটার সেতু। চলতি মাসে আরও দুটি স্প্যান তোলার পরিকল্পনার কথা জানালেন প্রকল্প পরিচালক।
নদী এখন অনেকটা শান্ত, নেই বেপোরোয়া স্রোতের ঝাপাঝাপি। নদীর এ শান্ত রূপ সেতুর কাজে এনেছে গতি। বর্ষায় যখন ৪ মাসে বসানো গেছে মাত্র ১টি স্প্যান, সেখানে গত একমাসেরও কম সময়ের মধ্যে বসেছে ৩টি স্প্যান। ১৯ নভেম্বর ১৬তম, ২৬ নভেম্বর ১৭তম স্প্যানটি বসানোর পর এবার বসতে যাচ্ছে ১৮তম স্প্যান।
প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত পুরো প্রকল্পের কাজে অগ্রগতি হয়েছে ৭৬ ভাগ। এর মধ্যে সেতুর কাজে অগ্রগতি হয়েছে ৮৫ ভাগ আর নদী শাসনের কাজ ৬৫ ভাগ।