নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের পার্ল হারবার সেনা ঘাঁটিতে এক নাবিক দুই কর্মীকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন। বুধবার হাওয়াই দ্বীপের হনুলুলুর কাছে অবস্থিত সেনা ক্যাম্পে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ওই বন্দুকধারী আত্মহত্যার আগে তৃতীয় একজন কর্মীকেও গুলি করেছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে এই ঘটনা ঘটেছে। তবে হামলাকারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহত তিনজনই বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মী। কর্মকর্তারা জানিয়েছেন, ওই ঘটনায় আহত ব্যক্তির অবস্থা স্থিতিশীল আছে।
কী কারণে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। হনলুলু থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত পার্ল হারবার-হিক্যাম যৌথ ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনীর সম্মিলিত স্থাপনা রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনা ঘটার প্রায় দুই ঘণ্টা পর্যন্ত ওই ঘাঁটি বন্ধ করে রাখা হয়েছিল।