• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

মুক্তির অনুমতি পেল ‘মায়া, দ্যা লস্ট মাদার’

সাংবাদিকের নাম / ১১৬ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: অবশেষে মুক্তির অনুমতি পেল ‘মায়া, দ্য লস্ট মাদার’। চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ ও কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে মাসুদ পথিক নির্মাণ করেছেন চলচ্চিত্রটি। আজ বুধবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটি ছাড়পত্র দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন এই ছবির নির্মাতা।

মাসুদ পথিক বলেন, ‘সেন্সর বোর্ড আমার সিনেমাটি দেখে প্রশংসা করেছে। তবে কয়েকটি দৃশ্য ও সংলাপ নিয়ে আপত্তি জানিয়েছিল। সেন্সর বোর্ডকে সম্মান জানিয়ে সেগুলো সংশোধন করেছি। অবশেষে আমাদের চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেল। আগামী ২৭ ডিসেম্বর ছবিটি মুক্তি দিতে চাই।’

এদিকে ‘মায়া, দ্য লস্ট মাদার’ সিনেমার মুক্তি সামনে রেখে নতুন একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে। বুধবার বিকেলে নিজের ফেসবুকে নতুন পোস্টারটি প্রকাশ করেন মাসুদ পথিক।

সিনেমাটিতে অভিনয় করেছেন মুমতাজ সরকার (ভারত), প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী, নারগিস আক্তার, লীনা ফেরদৌসী, দেবাশিষ কায়সার, ড. শাহাদাত হোসেন নিপু, আসলাম সানী ও মজিদ।

ব্রাত্য ক্রিয়েশন প্রযোজিত এ সিনেমায় গান কণ্ঠ দিয়েছেন ইমন চৌধুরী, বেলাল খান, কুনাল, ঐশী, পূজা ও মমতাজ।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.