• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

সরকারে ‘মারাত্মক চাপ’ দেখছেন কাদের সিদ্দিকী

সাংবাদিকের নাম / ১৫১ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: দেশের মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। সরকার যেভাবে চলা দরকার সেভাবে চলতে পারছে না। ‘প্রধানমন্ত্রী একটা মারাত্মক চাপের মুখে আছেন। তিনি দক্ষ হলেও তার আশপাশে যারা আছেন তারা মোটেই যোগ্য নন।’ দেশে একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে কৃষক শ্রমিক জনতালীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, সরকারের বিরুদ্ধে গিয়ে বিরোধী দল জনগণের প্রিয় হওয়ার চেষ্টা করবে। এটাই গণতন্ত্র, এটাই রাজনীতি।

হাসপাতালে চিকিৎসারত এক মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ছিঁড়ে ফেলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বঙ্গবীর বলেন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসারত একজন মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ছিঁড়ে ফেলেছেন এক চিকিৎসক। ঘটনার ৫ দিনেও সেই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এটা উদ্বেগজনক। ওই ডাক্তারকে যারা রক্ষা করতে চাইবে তারাই ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাই প্রমুখ।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.