নিউজ ডেস্ক: ফোনের বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে নতুন উদ্যোগ নিয়েছে স্যামসাং। গত মাসে চীনে সর্বশেষ ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার পর আউটসোর্সিয়ের দিকে ঝুঁকছে তারা।
ফোনের দাম কমাতে ও উৎপাদন ব্যয় হ্রাস করতে চীনের কোম্পানি উইংটেককে পাঁচ ভাগের এক ভাগ স্মার্টফোন উৎপাদনের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে স্যামসাং। উইংটেকের মাধ্যমে গ্যালাক্সি এ সিরিজের ফোন উৎপাদন করতে চায় তারা।
স্যামসাং ফোন ডিজাইনের দায়িত্বও পাচ্ছে উইংটেক। স্যামসাংয়ের দুই প্রতিদ্বন্দ্বী শাওমি ও হুয়াওয়ের ফোনও উৎপাদন করে উইংটেক।
রিসার্চ ফার্ম কাউন্টারপয়েন্ট জানিয়েছে, অরিজিনাল ডিভাইস ম্যানুফেকচার কোম্পানিগুলো প্রয়োজনীয় যন্ত্রাংশ ও উপাদান তৈরি করে। নিজেরা তারা ১০০ থেকে ২৫০ ডলারের স্মার্টফোন তৈরি করায় অন্য কোম্পানির চেয়ে তারা প্রয়োজনীয় যন্ত্রাংশ ও উপাদানের দাম ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত কম রাখতে পারে।
এক সূত্র জানিয়েছে, ভিয়েতনামে স্যামসাং যে যন্ত্রাংশ তৈরি করে তার চেয়ে ৩০ শতাংশ কমেও যন্ত্রাংশ দিতে পারবে উইংটেক।
স্যামাসং আগামী বছর ৩০ কোটি ডিভাইস তৈরি করার লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে অরিজিনাল ডিভাইস ম্যানুফেকচারারের মাধ্যমে বছরে ৬ কোটি স্মার্টফোন তৈরির করতে চায় তারা। এই সংখ্যা মোট ডিভাইসের ২০ শতাংশ।