বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে আদালতের দেয়া জামিন আদেশ বরগুনা জেলা কারাগারে পৌঁছলে তাকে মুক্তি দেয়া হয়।
এদিকে, রিফাত হত্যা মামলায় গ্রেফতার বন্ড বাহিনীর ৬ সদস্যকে শিশু সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন একই আদালত।
মামলার শুনানির দিন ধার্য থাকায় সকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে মিন্নিসহ এ মামলায় কারাগারে থাকা ১৪ আসামিকে হাজির করা হয়।
শুনানি শেষে বন্ড বাহিনীর কিশোর ৬ সদস্য রিশান ফরাজি, তানভীর, চন্দন, অলি, নাজমুল ও শ্রাবণকে খুলনার শিশু কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।