• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

সাংবাদিকের নাম / ১৫৮ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে প্রাণি ও জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি দ্রুত কাটিয়ে উঠার স্বার্থে সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা রেঞ্চের বন সংরক্ষক কর্মকর্তা মাইনুদ্দিন খান।

তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানে বন বিভাগের ৬৩টি দল কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও পরিস্থিতি স্বাভাবিক হলে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।

এর আগে, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে সুন্দরবনের বেশ কিছু প্রাণি ও জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি হয়েছে। এবং সুন্দরবনের কিছু জায়গায় গাছপালা ভেঙে গেছে। এখন ওই এলাকার প্রাণিদের মধ্যে আতঙ্কা বিরাজ করছে বলে জানায় বন বিভাগ। সুন্দরবনের প্রাণি ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করছে বন বিভাগের অনুসন্ধানী দল।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.