• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

এরশাদের মৃত্যুতে পাকিস্তানের শোক

সাংবাদিকের নাম / ১৯৪ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে পাকিস্তান।

মঙ্গলবার (১৬ জুলাই) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই প্রকাশ করে। 

ওই শোক বার্তায় পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে আমরা গভীর দুঃখ প্রকাশ করছি। তিনি বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে ছিলেন। 

‘হুসেইন মুহম্মদ এরশাদ সার্ক সামিটের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ 

গত ১৪ জুলাই সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান সাবেক সামরিক শাসক এইচএম এরশাদ। মঙ্গলবার রংপুরে নিজ হাতেগড়া ‘পল্লীনিবাসে’ তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। 

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.