• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

খোকার মৃত্যুতে বৃহস্পতিবার ডিএসসিসির ছুটি ঘোষণা

সাংবাদিকের নাম / ১৭৫ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে প্রচলিত নিয়ম অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) ছুটি ঘোষণা করা হয়েছে। ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (৬ নভেম্বর) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আগামীকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) পূর্ণ দিবস অফিস ছুটি ঘোষণা করেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনসহ আঞ্চলিক কার্যালয়সমূহ বন্ধ থাকবে।

ডিএসসিসি সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিকেল ৩টায় নগর ভবন প্রাঙ্গণে মরহুম সাদেক হোসেন খোকার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং মরদেহে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে সম্মান প্রদর্শন করা হবে।

অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের শেষ মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সোমবার (৪ নভেম্বর) দুপুর ১টায় তিনি ইন্তেকাল করেন। ২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন খোকা।


এধরনের আরও সংবাদ