• বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

কাশ্মীরবাসী চরম দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছে : মরকেল

সাংবাদিকের নাম / ১৪৮ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: কাশ্মীরের জনগণ যে পরিস্থিতিতে বেঁচে আছে সেটি অস্থিতিশীল এবং অবশ্যই এই পরিস্থিতির উন্নতি ঘটানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন ভারত সফররত জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মরকেল। শুক্রবার (১ নভেম্বর) নয়াদিল্লিতে সাংবাদিককের সঙ্গে আলাপকালে কাশ্মীর ইস্যু নিয়ে এ মন্তব্য করেন তিনি। খবর ‘এনডিটিভি’র।

কাশ্মীর ইস্যু নিয়ে জার্মান চ্যান্সেলর বলেন, ‘আমি কাশ্মীর নিয়ে ভারতের অবস্থানের ব্যাপারে অবগত আছি। কাশ্মীরের কিছু অংশ প্রতিবেশি পাকিস্তান নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। এই দুটি দেশের মধ্যে দ্বন্দ্বের পেছনে এটা বড় কারণ। তবে এতে সমস্যায় পড়তে হচ্ছে কাশ্মীরবাসীদের।’

এরপর মরকেল যোগ করেন, কাশ্মীরের বর্তমান পরিস্থিতি একেবারেই স্থিতিশীল নয়। সেখানকার জনগণ চরম দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছে। অবশ্যই দ্রুত এর সমাধান প্রয়োজন।

এসময় কাশ্মীরে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনার ব্যাপারে জানতে চাইবেন বলেও জানিয়েছেন জার্মান এই চ্যান্সেলর।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.