• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

এমন পরিবেশে আমরা ৬-৭ ঘণ্টা থাকতে চাই না : ডোমিঙ্গো

সাংবাদিকের নাম / ১৭১ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: দিল্লিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি রোববার। তার আগে ভারতকে মোকাবিলায় নিজেদের প্রস্তুতিটা সেরে নিচ্ছে সাকিব-তামিমবিহীন বাংলাদেশ দল। তবে সমস্যা অন্য জায়গায়। ম্যাচের চেয়ে বেশি দুশ্চিন্তা যেন দিল্লির আবহাওয়া নিয়ে।

দিল্লির পরিবেশ দূষণ মাত্রা ছাড়িয়েছে। দূষণের কারণে আকাশ পুরো ঘোলাটে হয়ে রয়েছে, বাতাসও বেশ ভারি। যেটাকে পরিবেশবিদরা বলছেন, স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

তবে বাংলাদেশ দলের কোচ রাসেল ডোমিঙ্গো এটা নিয়ে অভিযোগ করতে রাজি নন। তার মতে, দুই দলের জন্যই তো সমস্যাটা সমান। টাইগার কোচের ভাষায়, ‘এখানের আবহাওয়া দুর্দান্ত। খুব বেশি গরম নেই। বাতাসও নেই তেমন একটা। তবে ধোঁয়াটে পরিবেশটার সঙ্গে আসলে পরিচিত নই আমরা। যদিও এটা দুই দলের জন্যই সমান। একটা কথা বলতেই হয়, এটা আদর্শ পরিস্থিতি নয়। তবে আমরা এটা নিয়ে অভিযোগ করছি না।’

অভিযোগ করছেন না বলে যে এই পরিবেশে একদম মানিয়ে নিয়েছে বাংলাদেশ দল, সেটাও নয়। ডোমিঙ্গোও জানেন, এখানে বাইরের আবহাওয়ায় যত বেশি সময় থাকা যাবে, ততই বিপদ।

বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকান এই কোচ বলেন, ‘আমাদের এটা নিশ্চিত করতে হবে যে, যত ভালো প্রস্তুতি নেয়া যায়। আমাদের মধ্যে ছোটখাটো কিছু ইনজুরি সমস্যা হয়েছে, এটা গুরুতর কিছু নয়। কেউ তো আর মরে যাচ্ছি না। তবে এমন পরিবেশে আমরা মাঠে বা বাইরে ৬-৭ ঘণ্টা থাকতে চাই না। ম্যাচের জন্য তিন ঘণ্টা আবার অনুশীলনে ৩-৪ ঘণ্টা।’

ডোমিঙ্গোর বিশ্বাস, এত প্রতিকূলতার মধ্যেও দলের প্রস্তুতিটা খারাপ হয়নি। টাইগার কোচের ভাষায়, ‘গত কয়েক সপ্তাহ আমাদের জন্য কঠিন ছিল। তবে মাঝেমাঝে কঠিন সময়টাই সামনে এগিয়ে যেতে সাহায্য করে। এখানে দারুণ উপভোগ করছে দল। ম্যাচের জন্য কঠোর পরিশ্রম করছে। তাদের দেখে খুশি মনে হচ্ছে। তাই বলতেই পারি যে আমাদের প্রস্তুতির শুরুটা ভালো হয়েছে।’


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.