• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

সাকিবের বিরুদ্ধে অভিযোগই গঠন হয়নি!

সাংবাদিকের নাম / ১৯২ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯

নিউজ ডেক্সঃ সাকিব ইস্যুতে তোলপাড় পুরো ক্রিকেটাঙ্গাণে। দেশের গণ্ডি পেরিয়ে এই বাতাস বইছে বিশ্ব ক্রিকেটেও। দুই বছর আগে ফিক্সিং প্রস্তাব পেয়ে সেটা প্রত্যাখ্যান করলেও আইসিসিকে না জানানোর অপরাধে ১৮ মাসের নিষেধাজ্ঞার শাস্তি পেতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এমন খবরের পর বিষয়টি নিয়ে নানা কানাঘুষা শোনা যাচ্ছে। যদিও বিসিবি কিংবা আইসিসি এখনো এ বিষয়ে অফিসিয়ালি কিছু জানায়নি।

সাকিবের ১৮ মাসের শাস্তির বিষয়টি যখন সমানে এসেছে তখন জানা যাচ্ছে, সাকিব আল হাসানের বিপক্ষে এখনও কোনো অভিযোগই গঠন করেনি আইসিসি।

ক্রিকেট সম্পর্কিত জনপ্রিয় ওয়েসবসাইট ইএসপিএন ক্রিকইনফো আইসিসির বরাত দিয়ে মঙ্গলবার বিকেলে রিপোর্ট প্রকাশ করেছে, ফিক্সিং প্রস্তাব পাওয়ার পরও সে বিষয়ে কেনো আইসিসিকে জানানো হয়নি- এ বিষয়ে এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে আকসু। কিন্তু এখন পর্যন্ত সাকিবের বিপক্ষে কোনো অভিযোগই গঠন করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে সাকিবের বিরুদ্ধে এখন আইসিসি কোন অভিযোগ গঠন করেনি। আইসিসি কিংবা তাদের দুর্নীতি দমন ইউনিট এ ব্যাপারে কিছু্ বলেনি। সাধারণত তদন্তাধীন কোনো ইস্যুতে আগে থেকে কিছুই জানায় না আইসিসি।

প্রটোকল অনুয়াযী, কোনো বিষয়ের তদন্ত সম্পন্ন হলে আইসিসি আকসু প্রথমে সেই প্রতিবেদন আইসিসির সবচেয়ে সিনিয়র আইন উপদেষ্টার কাছে পাঠায়। তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত দেন, ওই বিষয়ে অভিযোগ গঠন করা হবে কিনা।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.