নিউজ ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) যুগ্ম মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন দলটির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহগিব আল মাহি ওরফে সাদ এরশাদ। মঙ্গলবার (২৯ অক্টোবর) দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তাকে এ পদে নিয়োগ দেন।
জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক রাহগির আল মাহি এরশাদ ওরফে সাদ এরশাদকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নিয়োগ করেছেন।
এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
হুসেইন মুহম্মদ এরশাদ মারা যাওয়ায় রংপুর-৩ আসন থেকে উপনির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন সাদ এরশাদ। ১০ অক্টোবর (বৃহস্পতিবার) একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ বাক্যও পাঠ করেছেন।
এর আগে ৫ অক্টোবর রংপুর-৩ আসনের উপনির্বাচনে ৪২ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হন সাদ এরশাদ। ১৭৫ কেন্দ্রে ৫৮ হাজার ৮৭৮ ভোট পান তিনি। এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রিটা রহমান পান ১৬ হাজার ৯৪৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ পান ১৪ হাজার ৯৮৪ ভোট।