নিউজ ডেক্সঃ ঠাকুরগাঁওয়ে কালিপূজা উপলক্ষে আদিবাসী ও হিন্দু সম্প্রদায়ের মাঝে কাপড় বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নে পাঁচ পাহাড় এলাকায় প্রতি বারের ন্যায় এবারো আদিবাসী ও হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। কাপড় বিতরনের সময় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা আ’লীগের উপদেষ্টা দেলোয়ার হোসেন, উপজেলা তাঁতীলীগের সভাপতি সাদেকুল ইসলামসহ অনেকে।
এসময় প্রধাণ অতিথি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বর্তমান সরকারের আমলে সব ধর্মের মানুষ উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে উৎসব পালন করছে। আমরা চাই এ সরকারের ধারাবাহিকতা ধরে রাখতে আপনারা আমাদের পাশে ছিলেন আগামীতেও পাশে থাকবেন।