• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চাষিরাই পারে ঠাকুরগাঁও সুগারমিলকে টিকিয়ে রাখতে-ব্যবস্থাপনা পরিচালক ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ খতিবের এমফিল ডিগ্রি অর্জন যৌন কেলেঙ্কারি ফাঁস, কলেজ অধ্যাপকের প্রত্যাহারের দাবি কৃতি শিক্ষার্থী ও খেলোয়াড়দের সম্মাননা দুদক মামলার আসামি শহিদুলের দপ্তরে দপ্তরে তদবির, সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি অপপ্রচার ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন, আটক-১ অবৈধ দখলে উপজেলা পরিষদ আবাসিক ভবনভাড়া বকেয়া দুইলাখ পদক্ষেপ নেই কর্তৃপক্ষের হামলা-ভাঙচুর-লুটপাটের দৃশ্য ভেসে উঠছে প্রকাশ্যে ঘুরছে হত্যাকারি আলামিন হিন্দুদের মন্দির-বাড়ি পাহারায় জামায়াত-শিবির ভারতে চিকিৎসা সেবায় সুযোগ সুবিধা প্রদানে যৌথ সভা 

হিন্দুদের মন্দির-বাড়ি পাহারায় জামায়াত-শিবির

বার্তা প্রেরকঃ মাসুদ রানা খানসামা (দিনাজপুর) প্রতিনিধি মোবাইলঃ ০১৭১৭৪৬০০৭৩ / ৩৪ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দেশের বর্তমান উদ্ভ‚ত পরিস্থিতিতে প্রতিক‚ল আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরের খানসামা উপজেলার পাড়া মহল্লায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়ি পাহারা দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্রশিবিরের নেতাকর্মীরা। জানা যায়, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই উপজেলার সকল মন্দিরগুলোতে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে পাহারার ব্যবস্থা করে। এছাড়া সংখ্যালঘু পরিবারের খোঁজখবর নেওয়াসহ নিরাপত্তা নিশ্চিতের কাজ করছে জামায়াত। দেশের বর্তমান উদ্ভ‚ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা জামায়াতের সেক্রেটারী সামিউল ইসলাম। এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির মাওলানা আনিছুর রহমান বলেন, গত মঙ্গলবার থেকে আমরা নেতাকর্মীদের আশপাশের হিন্দু স¤প্রদায়ের লোকজনের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছি। তাদের মনে সাহস দিতে বলেছি। হিন্দু স¤প্রদায়ের লোকজনের পাশে জামায়াত রয়েছে। জামায়াত মনে করে সংখ্যালঘু বলে দেশে কিছু নেই। সবাই দেশের নাগরিক। বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেছি। তাদের এই আশ্বাস দিচ্ছি যে হিন্দু স¤প্রদায়ের লোকজনের পাশে আমরা রয়েছি। হিন্দু-মুসলিম আমরা সবাই ভাই ভাই, এ দেশেরই নাগরিক। তিনি আরও জানান, গত মঙ্গলবার থেকে উপজেলার সকল মন্দিরের জায়গায় পাহারা নিশ্চিতে ওয়ার্ড ভিত্তিক নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছি। মন্দির পরিদর্শনের কাজ অব্যাহত রেখেছি। যাতে সা¤প্রদায়িক স¤প্রীতির বাংলাদেশে সব ধর্মের মানুষ নিরাপদে থাকতে পারে।


এধরনের আরও সংবাদ

সাম্প্রতিক প্রকাশিত

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.