• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

অধিক ফলন উৎপাদনে কৃষকদের নিয়ে পদ্ধতি প্রদর্শনী

সাংবাদিকের নাম / ৯৮ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেড এর উদ্যোগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (BAT) বাংলাদেশ কতৃর্ক রোপিত আখের প্লটে শতভাগ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অধিক ফলন উৎপাদন বিষয়ে মিলজোন এলাকার আখ চাষীদের উব্ধুদ্ধকরণে পদ্ধতি প্রদর্শনী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (০৪ জুন) সদর উপজেলা শিবগঞ্জ মহেষপুর এলাকায় ঠাকুরগাঁও সুগার মিল কৃষি বিভাগের আয়োজনে এ পদ্ধতি প্রদর্শনী সভা অনুষ্ঠিত হয়৷
সভায় ঠাকুরগাঁও সুগার মিলস্ মহাব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ মোঃ আবু রায়হানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সুগার মিলস্ ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির, আরএসআরএস ইনচার্জ ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. শরিফুল ইসলাম, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও লীফ অফিসার কৃষিবিদ হাসানুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা কৃষকদের উদ্দেশ্যে বলেন, আখের ফলন বৃদ্ধিতে নতুন নতুন জাত সংগ্রহের মাধ্যমে  শিল্প ও খাদ্য কর্পোরেশন কাজ করে যাচ্ছে।  তবে সময়মত আখ রোপন না করার কারনে অনেক সময় কৃষকরা লোকসান গুনছে। আখ যখন রোপন করার সময় হয় তখন অর্থ উপার্জনের জন্য চাষীরা জমিতে অন্যকিছু চাষ করছে। তাই আখ চাষীরা মনোযোগী হলে সময় মতো পরিচর্যা করলে সবাই লাভবান হবে বলে জানান তারা।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.