• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

ঠাকুরগাঁওয়ে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এলাকাবাসির ক্ষোভ ব্যবস্থা নেয়ার দাবি

সাংবাদিকের নাম / ৪৩ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের একটি বিদ্যালয়ের ওয়াশরুমে জাতীয় পতাকা রাখায় অবমাননার অভিযোগ তুলেছে স্থানীয়রা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন তারা। গতকাল বৃহস্পতিবার (৬ জুন) সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৬১ নং কচুবাড়ী উপরপরী হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশরুমে পতাকা ঝুলিয়ে রাখার দৃশ্য চোঁখে পরে।
এ ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে পতাকা অবমাননার দায়ে জড়িতদের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। তারা বলেন, জাতীয় পতাকাকে সন্মান না করে একটি ওয়াশরুমে ঝুলিয়ে রাখা কোনভাবেই কাম্য নয়। এখানে স্কুল কর্তৃপক্ষের অবহেলা রয়েছে। তা খুতিয়ে দেখা প্রয়োজন।
কেন জাতীয় পতাকাটি ওয়াশরুমে ঝুলিয়ে রাখা হয়েছে এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা রানী সেন জানান, গেল ২৮ মে স্কুল বন্ধ হয়েছে। কে সেখানে পতাকাটি রেখেছে তা খুতিয়ে দেখা হবে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান জানান, বিষয়টি দুঃখজনক। আমি উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশনা প্রদান করবো বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.