নিউজ ডেস্কঃ করোনা মোকাবেলায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ও মাক্স গ্রুপের পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের কাছে ৪০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন আইইবি ও ম্যাক্স গ্রুপের পক্ষে পানি উন্নয়ণ বোর্ড রংপুর বিভাগের প্রধাণ প্রকৌশলী জ্যোতি প্রসাদ ষোষ।
অক্সিজেন সিলিন্ডার হস্তান্তরের সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান, পানি উন্নয়ণ বোর্ডের তত্বাবধায়ক মোকলেছুর রহমান, নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামসহ অনেকে।
এসময় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি’র) পক্ষে রংপুর বিভাগের প্রধাণ প্রকৌশলী জ্যোতি প্রসাদ ষোষ বলেন, করোনা মোকাবেলায় জেলার মানুষের জন্য আইইবি ও ম্যাক্স গ্রুপের যৌথ উদ্যোগে সিলিন্ডারগুলো প্রদান করা হলো। প্রয়োজনে আগামীতে আরো সহায়তা করা হবে। তবে সচেতনতার বিকল্প নেই। তাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হয়ে কর্মস্থলে ও বাইরে বের হওয়ার পরামর্শ প্রদান করেন তিনি।