• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

ভুমি সপ্তাহ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে প্রেস ব্রিফিং

সাংবাদিকের নাম / ৩৬ জন দেখেছেন
আপডেট : শনিবার, ৫ জুন, ২০২১

নিউজ ডেস্কঃ ভুমি সপ্তাহ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম এর সভাপততিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরকুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কামরুন নাহার, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আলম মামুন, ভুমি অফিসার কামরুল ইসলাম সোহাগসহ জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের ভিশন ২০২১ অর্জন তথা ডিজিটাল বাংলাদেশ নির্মাণে ভুমি সংশ্লিস্ট সব জনগনের দোরগড়ায় পৌছে দিতে জেলা প্রশাসন নিরন্তন কাজ করছে। ভুমি সংশ্লিস্ট সকল সেবা জনগনের নিকট সহজলভ্য করতে উপজেলা এবং ইউনিয়ন অফিসে আইটি নেটওয়ার্ক কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া ভুমিসেবা সহজীকরণ ও সেবারমান বৃদ্ধি সংক্রান্ত ভুমি উন্নয়ন কর আদায়ে রেজিষ্টেশন ও অন্যান্য সেবা প্রদানে আগামী ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত ভুমি সপ্তাহ সেবা উদযাপন করা হবে। অনলাইনে রেজিষ্টারে ডাটা এন্ট্রি সায়রাত মহাল, নামজারি খতিয়ানের পূর্বে ডাটা এন্ট্রি বিষয়টিকে সফল করতে সকল ইউনিয়ন, পৌর ভুমি অফিস ও ইউডিসিকে সম্পৃক্ত করে ইউনিয়ন পর্যায়ে রেজিস্ট্রেশন ক্যাম্পেইন করা হবে। যা সকল ক্ষেত্রের উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসন। তাই আগামী ৬ জুন জুম প্লাটফর্মে আলোচনার আয়োজন করেছে জেলা প্রশাসন। এছাড়া ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত ভুমি সপ্তাহ উদযাপনে অত্র অফিস প্রাঙ্গনে সেবা প্রার্থীদের সহযোগীতার জন্য তথ্যকেন্দ্র কাম-সেবাডেক্স স্থাপন করা হবে বলে জানায় প্রশাসনের কর্মকর্তাগন।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.