নিউজ ডেস্কঃ পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে নির্যাতনের প্রতিবাদ ও নি:শর্ত মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালন করেছে গণমাধ্যমকর্মীরা।
শনিবার সকাল ১১ টায় জেলার বালিয়াডাঙ্গী উপজেলা শহরের চৌরাস্তায় উপজেলা প্রেসক্লাব ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসুুচি পালিত হয়। এতে সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এসময় বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল, বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. টিএম মাহববুর রহমান, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক জয় মহন্ত অলকসহ বক্তারা বলেন, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু প্রতিবেদন তুলে ধরায় রোজিনা ইসলামকে পরিকল্পিতভাবে হেনস্তা করে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। যা কাম্য নয়। অবিলম্বে রোজিনাকে মুক্তি দিয়ে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসুচির দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন সাংবাদিক নেতারা।