• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

এক ম্যাচ না খেলেই ফিরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা

সাংবাদিকের নাম / ৬৬ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্কঃ পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চারটি খেলা হয়েছে। বাকি আছে শেষ ম্যাচ। তবে শেষ ম্যাচটি না খেলেই দেশে ফিরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল। গেল ২৮ মার্চ বাংলাদেশ সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল। 

তবে করোনাভাইরাসের কারণে বাংলাদেশে লকডাউনের কারণে শেষ ম্যাচ খেলা হচ্ছে না দুই দলের। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

করোনার সংক্রমণ কমাতে ১৪ এপ্রিল থেকে সারা দেশে আবারও কঠোর লকডাউন ঘোষণা দেওয়া হয়েছে। ফলে সারা দেশেই গাড়ি চলাচল বন্ধ থাকবে। এছাড়া বিদেশের সঙ্গে বিমান যোগাযোগও বন্ধ হওয়ার আশঙ্কা আছে। ফলে বাংলাদেশে আটকে যেতে পারে প্রোটিয়া দল। তাই ঝুঁকি এড়াতেই মূলত এক ম্যাচ না খেলে দেশে ফিরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল।

৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম চারটিতেই সালমা-রুমানাদের কাছে হেরেছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা।


এধরনের আরও সংবাদ