• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

চলমান ‘লকডাউন’ বাড়িয়ে মন্ত্রিপরিষদের নির্দেশনা

সাংবাদিকের নাম / ৪৫ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস বিস্তার রোধে শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলি বা চলাচলে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত এ সময়সীমা বাড়ানো হয়।

রোববার (১১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ শেষ হচ্ছে প্রথম দফার লকডাউন। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন। এমন পরিস্থিতিতে মাঝের দু’দিন অর্থাৎ ১২ ও ১৩ এপ্রিল কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। মন্ত্রিপরিষদের বিজ্ঞপ্তির পর সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল।

এ বিষয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি স্পষ্ট করে বলেন, প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে ১২ ও ১৩ এপ্রিল।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে বলে জানান সেতুমন্ত্রী।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.