নিউজ ডেক্সঃ ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হতে চায় বাংলাদেশ। যদিও ওই আসরের মূল আয়োজন ভারত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন, ২০২৩ বিশ্বকাপের কিছু ম্যাচ বাংলাদেশ আয়োজনের সম্ভাবনা আছে। তবে, সেটি পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উপর নির্ভর করছে বিষয়টি।
বোর্ড সভাপতি জানান, বিশ্বকাপের আগে (পূর্বাচল শেখ হাসিনা স্টেডিয়াম) এই স্টেডিয়ামটি পুরো প্রস্তুত হওয়ার বিষয়টি চূড়ান্ত হলে সহযোগী আয়োজক হওয়ার বিষয়টি আলোচনার টেবিলে ঠেলে দিবে বাংলাদেশ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) নাজমুল হাসান বলেন, চেষ্টা করছি, যদি স্টেডিয়াম করতে পারি কিছু ম্যাচ এখানে নিয়ে আসার বিষয়ে কথা বলতে সহজ হবে। সম্ভাবনা আছে, একেবারে যে নেই- তা না। এটা নিয়ে ভারতের সঙ্গে কথা হয়নি। তবে, চেষ্টা করছি।
উল্লেখ্য, ২০২৩ বিশ্বকাপের আগেই পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত হওয়ার হওয়ার কথা রয়েছে। অত্যাধুনিক স্টেডিয়ামটি হয়ে উঠতে পারে সেরা ক্রিকেট ভেন্যুর একটি। আগামী ওয়ানডে বিশ্বকাপের মূল আয়োজক ভারত। তবে, আসরটি শুরুতে হবে কি, এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।