নিউজ ডেস্কঃ নানা জটিলতায় আবারও পিছিয়ে গেল লঙ্কা সফরের জন্য টাইগাদের টেস্ট দল ঘোষণার তারিখ। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দল ঘোষণা করার কথা থাকলেও পরিস্থিতির বিবেচনায় আরও দু’একদিন সময় নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
পূর্ব নির্ধারিত শিডিউল অনুসারে দুটি টেস্ট খেলতে ১২ এপ্রিল দ্বীপ রাষ্ট্রটির উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল টাইগারদের। সেখানে কোয়ারেন্টিন পর্ব শেষে লঙ্কান স্থানীয় দলের বিপক্ষে খেলার কথা ছিল একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ-ও। কিন্তু হঠাৎ বেকে বসে এসএলসি। প্রস্তুতি ম্যাচের জন্য কোনো খেলোয়াড় দিতে অপারগতা প্রকাশ করে লঙ্কান বোর্ড।
এখানেই শেষ নয়, এসএলসি সাফ জানিয়ে দেয় টাইগারদের কোনো নেট বোলার দিতেও পারবে না তারা। তাইতো বাধ্য হয়েই বড় দল নিয়েই, শ্রীলঙ্কায় যেতে হচ্ছে বাংলাদেশকে। ফলে দেরি হচ্ছে স্কোয়াড ঘোষণায়। ক্যান্ডির পাল্লেকেলেতে ২১ এপ্রিল হবে প্রথম টেস্ট। একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ টেস্ট ২৯ এপ্রিল। ৪ মে দেশে ফেরার কথা টিম টাইগার্সের।