• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

এক ম্যাচে ‘দুই অধিনায়ক’ পদ্ধতি চালু করছে অস্ট্রেলিয়া!

সাংবাদিকের নাম / ১৮২ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

নিউজ ডেস্ক: ক্রিকেট এখন অনেক আধুনিক। তিনটি ফরমেট এখন প্রতিষ্ঠিত। তিন ফরমেটে তিন অধিনায়ক তত্ত্ব তাই আর কাউকে অবাক করে না। তবে এক ম্যাচেই যদি দুই অধিনায়ক দেখা যায়, সেটি কেমন হবে?

কিছুটা তো অবাক করার মতো খবরই। তবে অবিশ্বাস্য মনে হলেও পরীক্ষামূলকভাবে এই নিয়মটি চালু করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চলতি মাসের শেষের দিকে সফরকারি শ্রীলঙ্কার দলের বিপক্ষে দেখা যেতে পারে এই নতুন নিয়ম।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের যোগাযোগ ব্যবস্থাপক ম্যাথিউ টেলর জানিয়েছেন এই অবাক করা তথ্য। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পিটার (সিডল) আর ড্যান (ক্রিশ্চিয়ান) তাদের দুর্দান্ত নেতৃত্বগুণের কারণে কো-ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন।’

২৪ অক্টোবর ক্যানবেরার মানুকা ওভালে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার ইলেভেনের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে শ্রীলঙ্কা। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার।

পেইন আরও বলেন, ‘এবারই প্রথমবারের মতো প্রাইম মিনিস্টার ইলেভেনের জন্য দুজন অধিনায়ক মনোনীত করা হয়েছে। ঐতিহ্য বদল হচ্ছে, দুজনই কো-ক্যাপ্টেন হিসেবে থাকবেন।’


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.