• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

লকডাউনে বাংলাদেশ গেমসের ভাগ্য ঝুলছে

সাংবাদিকের নাম / ৫৪ জন দেখেছেন
আপডেট : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন দেওয়া হচ্ছে। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ অবস্থায় চলমান বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস নিয়ে প্রশ্ন উঠেছে। কী আছে এই গেমসের ভাগ্যে? আদৌ বাকি খেলাগুলো অনুষ্ঠিত হবে কিনা, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। আয়োজকরা অপেক্ষায় আছেন সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। 

তবে সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস চলতেই থাকবে। জানিয়েছেন গেমসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান বশির আহমেদ মামুন।

তিনি বলেন, প্রজ্ঞাপন জারি হওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে গেমসের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। যেহেতু ৪ এপ্রিল পর্যন্ত অনেক ইভেন্টের ফাইনাল, তাই ওই সময় পর্যন্ত গেমস চলবে।’

এর আগে ৩১ মার্চ (বুধবার) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মশাল প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হয় নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিকতা।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ মশাল প্রজ্বালন করেন।

২০১৩ সালের পর আবারও শুরু হয়েছে বাংলাদেশ গেমসের মেগা আসর। এবারের আসরে ৩১টি ইভেন্টে অংশ নিয়েছে প্রায় সাড়ে ৫ হাজার অ্যাথলিট।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.