শুক্রবার, ডিসেম্বর ১

কিশোরগঞ্জে গিয়ে ছোট ভাইকে শেষ বিদায় জানাবেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ করোনায় মারা যাওয়া ছোট ভাই আবদুল হাইয়ের দাফন সম্পন্ন করতে আজ রোববার (১৯ জুলাই) কিশোরগঞ্জের মিঠামইনে যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ৷এরই মধ্যে মিঠামইনে সব প্রস্তুতি শেষ হয়েছে শেষ বিদায়ের৷ স্বজন ও এলাকাবাসী বলছেন, সজ্জন আবদুল হাইয়ের মৃত্যু শুধু রিক্ত করেনি তাদের৷ মহামারীর এ আঘাতে হাওর জনপদে নেমে এসেছে শোকের ছায়া ৷
অনেকটা হঠাৎই অনাকাঙ্খিত ভাবেই যেন দুঃখের ভার পড়লো, রাষ্ট্রপতি আবদুল হামিদের পরিবারে৷ গেলো ১৬ জুলাই দিবাগত রাতে করোনা আক্রান্ত হয়ে মারা যান ছোট ভাই আবদুল হাই৷
প্রয়াত আবদুল হাই মৃত্যুর আগ পর্যন্ত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব পদে কর্মরত ছিলেন৷ মহামারীর আাতঙ্কের মধ্যেও সব ছাপিয়ে স্নেহের ছোট ভাইকে শেষ বিদায় দিতে মরদেহ নিয়ে এ যাত্রায় মিঠামইনে আসছেন রাষ্ট্রপতি৷বেলা আড়াইটায় মিঠামইনের আবদুল হক কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে আবদুল হাইয়ের৷ পরিবারের সদস্যদের জন্য আরেক দফা জানাজা শেষে তাঁকে দাফনের কথা রয়েছে৷
ব্যক্তিজীবনে চরম গুণী মানুষ ছিলেন রাষ্ট্রপতির অনুজ আবদুল হাই৷ তাঁর মৃত্যু কিছুতেই মানতে পারছেন না স্বজন-সহযোদ্ধারা৷
মিঠামইনের ধুলো মাখা পথে বেড়ে ওঠা আবদুল হাই বাবা-মায়ের কবরের পাশেই শায়িত হবেন৷