শুক্রবার, ডিসেম্বর ১

হালচাষ দেখতে গিয়ে প্রাণ গেল শিশুর

নিউজ ডেস্কঃ বাড়ীর পার্শ্বে জমিতে ট্রাক্টর দ্বারা হালচাষ দেখতে গিয়ে ওই হালের ফালে কাটা পড়ে নুরনবী নামে ৭ বছরের এক শিশুর মর্মাত্মিক মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টার জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নে কাচনপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে বলে জানান বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল ইসলাম।

নিহত শিশু নুরবনী ওই এলাকার রাসেল আলীর ছেলে।

জমির মালিক মাজহারুল ইসলাম জানান, সন্ধ্যায় একই এলাকার মফিজ উদ্দীনের ছেলে ট্রাক্টর চালক লাল মোহাম্মদ আমার জমিতে হালচাষ করছিলো। এসময় জমির এক পাশে দাড়িয়ে শিশু নুরনবী তা দেখছিল। জমির কোনায় হালচাষের জন্য ট্রাক্টরের হালের ফাল তুলে পিছনে না দেখেই শিশুটিকে চাপা দিয়ে সামনে ট্রাক্টর টান দিলে কাটা পড়ে নুরনবী। এতে ঘটনাস্থলেই পেট ও মাথা কেটে নুরনবী মারা যায়।

এ ঘটনার পর থেকেই ট্রাক্টর চালক ট্রাক্টর ফেলে রেখে পলাতক রয়েছে।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টর চালক পলাতক রয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।