শুক্রবার, ডিসেম্বর ১

সু চি এখন গণহত্যার অভিযোগের বিরুদ্ধে লড়ছেন

নিউজ ডেস্কঃ মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে রাখাইনে রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যা’ চালানোর অভিযোগ এনেছে জাতিসংঘসহ বেশ কয়েকটি মানবাধিকার সংস্থাও।

কিন্তু মিয়ানমারের ফার্স্ট মিনিস্টার অং সান সু চি সবসময়ই তার দেশের সেনাবাহিনীর কার্যক্রমকে সমর্থন করে এসেছেন এই বলে যে, রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন চালানো হয়নি।

অথচ এই অং সান সু চি’কে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতীক হিসেবে মনে কর হতো একসময়।

১৯৯১ সালে শান্তিতে নোবেল পুরস্কারও পেয়েছিলেন তিনি।

ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক সমাোচনার বিপক্ষে গিয়ে দেশের সমর্থন নিলে আসন্ন নির্বাচনে মিয়ানমারের মানুষের সমর্থন পাবেন সু চি।

নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে আনা অভিযোগের শুনানিতে সু চি মিয়ানমারের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।