শুক্রবার, ডিসেম্বর ১

হরিবাসরের ছাউনী নির্মাণে ঠাকুরগাঁও এমপি’র বরাদ্দ

নিউজ ডেস্কঃ হরিবাসরের ছাউনী নির্মাণে ঠাকুরগাঁও এমপি’র পক্ষ থেকে বরাদ্দ প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এমপি’র পক্ষ থেকে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের গোয়ালকাড়ী পশ্চিম হরিবাসরের ছাউনী নির্মাণের জন্য কমিটির কাছে অনুদান প্রদান করেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাহাজারুল ইসলাম সুজন। এসময় তিনি জানান, আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি’র বিশেষ বরাদ্দ থেকে ৪৩ হাজার ৫শ টাকা অনুদান প্রদান করা হলো। শুধু মসজিদ মন্দিরে নয় প্রতিটি ক্ষেত্রেই ঠাকুরগাঁও-২ আসনে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। আশা করছি অসুম্পন্ন কাজগুলো দ্রুত সম্পুন্ন করা হবে। তাই আগামী দিনেও এ সরকারের সাথে থাকার আহবান জানান তিনি।