শুক্রবার, সেপ্টেম্বর ২৯

ঠাকুরগাঁওয়ে ওয়ার্ড কাউন্সিল


নিউজ ডেক্সঃ ঠাকুরগাঁওয়ে ওয়ার্ড উৎসব মুখোর পরিবেশে ওয়ার্ড কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে সনগাঁ ওয়ার্ডের কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুর ইসলাম সুজন, উপজেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক প্রবঅর কুমার, সহ-সাধারন সম্পাদক মোকলেস চৌধুরীসহ ইপজেলা ও ইউনিয়ন আ’লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, শুধু নেতা হয়ে লাভ নেই প্রতিটি ক্ষেত্রে দলের জন্য কাজ করতে হবে। মানুষের উন্নয়নে কাজ করতে হবে। দলের সুনাম ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে। তাহলেই প্রকৃত নেতা হওয়া সম্ভব বলে মনে করেন তিনি। পরে তিনি বেশকিছু গুরুত্বপূর্ন পরামর্শ প্রদান করেন।