রবিবার, জুন ৪

বঙ্গবন্ধুর নামে সড়ক হচ্ছে ফিলিস্তিনে

নিউজ ডেক্সঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হেবরনে একটি সড়কের নামকরণ করবে ফিলিস্তিন। শনিবার (২৬ অক্টোবর) আজারবাইজানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।

বাকু ঘোষণার মধ্য দিয়ে আজ আজারবাইজানে শেষ হবে, জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যামের ১৮তম শীর্ষ সম্মেলন। দ্বিতীয় দিনের আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টায় আজারবাইজানের রাজধানী বাকু’র কংগ্রেস সেন্টারে এই আয়োজনের সাধারণ বিতর্ক পর্বে যোগ দেন সরকারপ্রধান।

এ সময়, সম্মেলনে অংশ নেয়া অন্যান্য সরকার প্রধানরা বক্তব্য রাখেন। স্থানীয় সময় বিকেলে সমাপনী আয়োজনে বাকু ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে এবারের ন্যাম শীর্ষ সম্মেলন।

সম্মেলনের ফাঁকে আজ আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও নেপালের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।